বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ডিএমপির ৫ থানায় নতুন পুলিশ পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

ডিএমপির ৫ থানায় নতুন পুলিশ পরিদর্শক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচ থানায় নতুন নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

পদায়ন করা কর্মকর্তারা হলেন, ডিএমপির লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহম্মদ নুরুজ্জামানকে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে) হিসেবে, একইভাবে মো. সাফায়েত হোসেনকে কদমতলী থানায়, মো. আব্দুল মালেককে আদাবর থানায়।

ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের মো. আসাদুজ্জামানকে মুগদা থানার পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে) হিসেবে এবং গোয়েন্দা ওয়ারী বিভাগের কর্মরত স্নেহাশীষ রায়কে গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।

টিএইচ