সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বইমেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি প্রধান

নিজস্ব প্রতিবেদক

বইমেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি প্রধান

বইমেলার সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি মঙ্গলবার (৩১ জানুয়ারি) বই মেলার কন্ট্রোলরুমে সংবাদ সম্মেলনে বইমেলার সার্বিক নিরাপত্তার কথা তুলে ধরেন। 

তিনি বলেন, এবারের বইমেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এরমধ্যে বইমেলায় যেসব স্টল থাকবে সেগুলোতে পুলিশ মোতায়েন করা হবে, যেসব পথ ধরে দর্শনার্থীরা আসবেন সেই সকল পথে পেট্রোল পুলিশ থাকবে, এছাড়াও বইমেলার পিছনে পুলিশ কন্ট্রোলরুমে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক উপস্থিত থাকবেন।

বইমেলার আশপাশ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, কেউ কোনো নাশকতার পরিকল্পনা করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব। এছাড়াও প্রতিটি এলাকায় মোবাইল টিম থাকবে, কন্ট্রোল রুম থেকে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে। 

সাংবাদিকসহ সকল দর্শনার্থীদের সহযোগিতাও চেয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

টিএইচ