শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post
ড. ইউনুসকে ইঙ্গিত করে আইনমন্ত্রী

বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়

বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলে। বিচারক যে রায় দেয় তা সকলকে মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, জনগন এ দেশের উন্নয়ন দেখেছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনের প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি আসন্ন নির্বাচনে আবারো শেখ হাসিনাকে জয়জুক্ত করতে জনগনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ। পরে মন্ত্রী ৫২ জন ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের উপহার ঘরের চাবি বুঝিয়ে দেন।

টিএইচ