বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বেনজীরের আরও সম্পত্তি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক

বেনজীরের আরও সম্পত্তি জব্দের আদেশ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের নামে আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১২ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

জব্দ হওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে—ঢাকার গুলশানে তিন কাঠা জমি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমি, বাড্ডায় ৩০৭৫ বর্গফুটের দুটি ফ্ল্যাট, আদাবরে ছয়টি ফ্ল্যাট এবং বান্দরবানে ২৫ একর জমি। আর অস্থাবর সম্পত্তির মধ্যে আছে—সিটিজেন টেলিভিশন লিমিটেড এবং টাইগেরাফিট অ্যাপারেলস লিমিটেড।

এছাড়া, শতভাগ মালিকানাধীন ৮টি এবং আংশিক মালিকানাধীন ১৫টি সম্পত্তি জব্দ করারও নির্দেশ দিয়েছেন আদালত। বেনজীর, তার স্ত্রী এবং তিন মেয়ে এসব সম্পত্তির মালিক।

দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

টিএইচ