বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মার্কিন ভিসানীতি পুলিশের ওপর প্রভাব ফেলবে না : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

মার্কিন ভিসানীতি পুলিশের ওপর প্রভাব ফেলবে না : ডিএমপি

বাংলাদেশে মার্কিন ভিসানীতি বাস্তবায়ন শুরু হলেও তা পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিসি ফারুক হোসেন বলেন, ‘মার্কিন ভিসানীতি নিয়ে আমরা যে সংবাদ দেখেছি, তারা বাংলাদেশে ভিসানীতি কার্যক্রম শুরু করেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যর বিরুদ্ধে তারা ভিসানীতি প্রয়োগ করতে শুরু করেছে।’

তিনি বলেন, ‘এখন আইনশৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্যর ওপর তারা ভিসানীতি প্রয়োগ করেছে তার তালিকা এখনো আমরা পাইনি। সেখানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা থাকতে পারেন বা অন্য বাহিনীর সদস্য থাকতে পারেন। এছাড়া বর্তমানে দায়িত্বরত পুলিশ সদস্য বা অন্য বাহিনীর সদস্যরাও থাকতে পারেন।’

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান বলেন, ‘যাদের বিরুদ্ধে ভিসানীতি আসবে তারা হয়তো আমেরিকা যেতে পারবেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পুলিশের দুই লাখেরও বেশি সদস্য রয়েছেন। এই পুলিশ সদস্যদের মধ্য থেকে কতজন আমেরিকা যাচ্ছেন? খুবই নগণ্য কিছু লোক হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন অথবা তাদের ছেলেমেয়েদের পাঠানোর চিন্তা করেন।’

এই দৃষ্টিকোণ থেকে মার্কিন ভিসানীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না জানিয়ে তিনি বলেন, ‘পুলিশবাহিনী যেভাবে কাজ করে, তাদের কাজের ওপরে কোনো প্রভাব পড়বে না।’

ফারুক হোসেন বলেন, ‘আমরা মনে করি পুলিশ বাহিনী আইনের মধ্যে থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে থাকে। এর আগেও করেছে এবং ভবিষ্যতেও করতে থাকবে। সুতরাং এই ভিসানীতি আমাদের কাজের গতি কোনোভাবেই থেমে যাবে না বলে আমরা বিশ্বাস করি।’

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো আইনের মধ্য থেকেই কাজ করি। আগামী যে নির্বাচন আসবে, নির্বাচনে পুলিশের যেই দায়িত্ব থাকবে, কেন্দ্রের নিরাপত্তা দেওয়া- সেই নিরাপত্তা দেওয়ার কাজে আমাদের সঙ্গে আরও অন্য বাহিনীও কাজ করে থাকে। আমাদের ওপর আইনত যে দায়িত্ব থাকবে, নির্বাচন কমিশন থেকে যেই দায়িত্ব দেওয়া হবে- সেই দায়িত্বটা আমরা পালন করে যাবো। সেক্ষেত্রে আমরা মনে করি না, ভিসানীতি আমাদের কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে এটা অন্তরায় হয়ে দাঁড়াবে।’

টিএইচ