শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ

মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আইনজীবীরা। বুধবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে আইনজীবী ও নির্যাতিত পরিবারের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়।

এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে দুপুর ১টায় হাইকোর্টের উদ্দেশে যান বুয়েট শিক্ষার্থীরা। বুয়েট শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়।

এদিকে সকাল থেকেই হাইকোর্টসহ ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদারে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা বলেন, আদালতের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেকারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নাশকতা ঠেকাতে তল্লাশি করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার সারা দেশে ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

টিএইচ