বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

আসন্ন রমজান মাসে কোনো কুচক্রী মহল যাতে দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য ভোক্তা অধিদফতরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

১৪ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

ডিএমপি কমিশনার বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য সবার ক্রয়সীমার মধ্যে রাখতে আমরা কাজ করবো। কেউ যাতে দ্রব্যমূল্য নিয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য ডিএমপি মোবাইল কোর্ট পরিচালনা করবে।

রমজান শুরুর আগেই পুলিশ এসব কার্যক্রম শুরু করবে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার। ক্র্যাবের সাবেক সভাপতি মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

টিএইচ