বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সাবেক এমপি সোলাইমান সেলিম আবারও রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

সাবেক এমপি সোলাইমান সেলিম আবারও রিমান্ডে

লালবাগ থানার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষের আইনজীবীরা জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরদিন, ৬ আগস্ট ভোরে লালবাগের বেড়িবাঁধ এলাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিবর্ষণের ঘটনায় মাদরাসাছাত্র শাহেনুর রহমান (১৯) নিহত হন। নিহতের ভাই মো. মাজেদুল ইসলাম গত ২৯ সেপ্টেম্বর লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ১৪ নভেম্বর গভীর রাতে গুলশান থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তিনি রিমান্ডে রয়েছেন।

টিএইচ