সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, সাবেক মন্ত্রী শাজাহান খান ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ পাঁচজনকে নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অন্য দুজন হলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ।
এর মধ্যে পল্টন থানার যুবলীগ নেতা শামীম হত্যা মামলায় শাজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় আহমদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া মিরপুরের দুটি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
টিএইচ