সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হত্যামামলা : আনিসুল হকের আরও ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

হত্যামামলা : আনিসুল হকের আরও ৫ দিনের রিমান্ড

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বুধবার (২০ নভেম্বর) সকালে দু‍‍`টি মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত এই আদেশ দেন। এদিন আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।

আনিসুল হকের মামলায় অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। এসময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ৪০ জনের নামে মামলা করেন।

টিএইচ