বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

৩ দিনের রিমান্ডে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর

নিজস্ব প্রতিবেদক

৩ দিনের রিমান্ডে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর

টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট ২।

রোববার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়।

এ সময় পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়।

পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত শুক্রবার ভোর রাত ৪টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে সকাল ৭টার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় মোয়াজ বিন নূরকে হস্তান্তর করা হয়।

টিএইচ