বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কানাডার সিসিইউতে কবি আসাদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

কানাডার সিসিইউতে কবি আসাদ চৌধুরী

দেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী কানাডার টরন্টোর পার্শ্ববর্তী শহর ওসোয়ারের একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টের দুটি ব্লক সারানো হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কবির জামাতা নাদিম ইকবাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান, এনজিওগ্রাম করে দুটি ব্লক ৯৯ ও ৮৮ শতাংশ সারানো হয়েছে।

আপাতত আসাদ চৌধুরীর সঙ্গে দেখা করা যাবে না জানিয়ে তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে আসাদ চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টা পর্যন্ত তাকে আইসিইউতে রাখা হয়। পরে সিসিইউতে নেওয়া হয়। আসাদ চৌধুরীর ফুসফুস ও হার্ট খুব জটিল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তার জামাতা।

টিএইচ