শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

আগারগাঁও মেট্রোস্টেশনে ভোর থেকেই যাত্রীদের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক

আগারগাঁও মেট্রোস্টেশনে ভোর থেকেই যাত্রীদের দীর্ঘ সারি

প্রয়োজনের চাইতে আবেগ ও ভালোবাসার টানে আসছে মানুষ। আসছে বাঁধভাঙা জোয়ারের মতো। মেট্রো স্টেশন উপচে পড়ছে মেট্রোরেলে চড়ার তীব্র আবেগ নিয়ে আসা মানুষের ঢল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কেউ সুযোগ পেয়েছেন প্রথম দিন মেট্রোরেলে ওঠার, আবার কাউকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে। কেউ প্রয়োজনে, আবার কেউ এসেছেন শুধুই ভ্রমণের উদ্দেশ্যে। অনেকে একা, আবার অনেকে বন্ধু-স্বজনদের নিয়ে দাঁড়িয়েছেন লাইনে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দ্বিতীয় দিনেও মেট্রোরেলে ওঠার জন্য ভিড় দেখা গেছে স্টেশনে। অনেকেই ফজর নামাজ শেষেই মেট্রোরেলে চড়তে লাইনে দাঁড়িয়েছেন।

নগরবাসীর দীর্ঘ ভোগান্তি ও অপেক্ষার পর বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে সাধারণের জন্য চালু হয়েছে মেট্রোরেল। সাধারণ মানুষের জন্য সকাল ৮টায় যাত্রা শুরু হয় নগরের নতুন এই গণপরিবহনটির। গতকাল ছিল যাত্রীদের দীর্ঘ লাইন। আজও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন হাজারো মানুষ।

মিরপুর থেকে আসা আয়াতুল ইসলাম সৈকত বলেন, আমরা চার বন্ধু একসঙ্গে এসেছি মেট্রোতে ভ্রমণের জন্য। ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো মেট্রোরেলে উঠতে পারবো।

মিরপুর থেকে ছেলেকে নিয়ে এসেছেন মো. শাহ আলম বলেন, গতকালও মেট্রোরেল দেখার জন্য এসেছিলাম, কিন্তু টিকিট পাইনি। তাই আজ সকালেই এসে লাইনে দাঁড়ালাম। আজ আশা করছি উঠতে পারবো। কোনো প্রয়োজনে নয়, ভ্রমণের জন্যই এসেছি, বলেন তিনি।

মেট্রোরেলের প্রকল্প পরিচালক এম এন সিদ্দিক জানান, সকাল ৮টা থেকে মেট্রোরেল ছেড়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। প্রথম দিকে কোনো স্টেশনে ট্রেন দাঁড়াবে না। আমাদের প্রত্যাশা হলো তিন মাস পরে, সেটি ২৬ মার্চও হতে পারে, আমরা ওইদিন থেকে পূর্ণ অপারেশনে যাব। এই সময়ের মধ্যে মানুষ মেট্রোরেলে চড়ায় অভ্যস্ত হয়ে যাবেন, এটা আমাদের বিশ্বাস। শুরুতে মেট্রোরেল পূর্ণাঙ্গ অপারেশনে যাচ্ছে না।

টিএইচ