সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে ঢাকার ২৭ জন এবং ঢাকার বাইরের ২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬১ হাজার ২৬০ জন। মারা গেছেন ২৭৬ জন।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মৃত্যু হয় ১০৫ জনের।

টিএইচ