বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
The Daily Post

আ.লীগের ভাইরাল নেত্রী কাবেরী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

আ.লীগের ভাইরাল নেত্রী কাবেরী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

আ.লীগের ভাইরাল নেত্রী ও কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার দেবপাহাড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত বৃহস্পতিবার রাতে দেবপাহাড় এলাকার একটি ভবনের ছাদে রাখা গাজী ট্যাংকের ভেতর থেকে তাকে বের করে আনা হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি ওই ভবনের ছাদে রাখা পানির ট্যাংকটির ভেতরেই লুকিয়ে ছিলেন।

বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা। তিনি বলেন, গত বৃহস্পতিবার দিনগত রাতে তাকে আমরা হেফাজতে নিয়েছি। তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নাজনীন সরওয়ার কাবেরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবশেষ কক্সবাজার-৩ আসন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আ.লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। কাবেরী কক্সবাজার জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

জমি দখল, গৃহবধূ নির্যাতনসহ সামাজিক নানা সমস্যার সমাধান নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড করতেন। এতে আলোচিত-সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।

টিএইচ