শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

একদিনে আরও ১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

একদিনে আরও ১৪ জনের করোনা শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ১০৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয়েছে তিন হাজার ১১৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৭৩০ জন। এর মধ্যে ২৯ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ৪৪৮ জন।

এবি