রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে ফল ব্যবসায়ীদের মানববন্ধন

বরিশাল ব্যুরো  

বরিশালে ফল ব্যবসায়ীদের মানববন্ধন

দীর্ঘ কয়েক যুগের ফল ব্যবসায়ীদের নৈতিক অধিকার ও দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ও ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের স্টল বরাদ্দ পাওয়ার জোর দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। 

রোববার (২ ফেব্রুয়ারি) হাতেম আলী কলেজ চৌমাথা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহিদ খানের সভাপতিত্বে এ মানববন্ধন করা হয়। এ সময় তারা বলেন, প্রায় তিনযুগ ধরে বাজারের পাশে বসে ফল ব্যবসা করে আসছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। 

প্রতিদিন দুই টাকা হারে খাজনা দেয়ার সময় থেকে আজ অব্দি পর্যন্ত সরকারি সকল নিয়মকানুন মেনে ব্যবসা করে আসছে তারা।

বরিশাল সিটি কর্পোরেশন সৃষ্টি হওয়ার পর থেকে যে কজন নগরপিতা হিসেবে সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেছেন তারা সবাই বিভিন্ন সময় বাজার আধুনিকায়নের নামে ফল ব্যবসায়ীদের সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাজারের ভিতর স্টল নির্মাণ করে আমাদের বরাদ্দ দেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে বর্তমান সময়ে স্টল নির্মাণের পর সিটি কর্পোরেশন থেকে ইজারার নামে অনেক অর্থ ধার্য করা হয়েছে। যা ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয়।

তাই অল্প বরাদ্দে নির্মাণকৃত স্টল এই ব্যবসায়ীরা যেন পেতে পারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে এ দাবিতে স্মারকলিপি পেশ করেছেন ব্যবসায়ী সমিতির নেতারা।

টিএইচ