সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কলাপাড়ায় বিদ্যুতপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় বিদ্যুতপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুতপৃষ্ট হয়ে মাঈনুদ্দিন বয়াতী নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুতলীতে টিউবয়েল বসানোর সময় এ ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত মাঈনুদ্দিন ওই ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের হাবিব বয়াতির ছেলে। 

কলাপাড়া থানা ওসি মো. আলি আহম্মেদ বলেন, লাশ থানায় হয়েছে। ঘটনার সঠিক তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

টিএইচ