ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকি। ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, ইসলামী যুব আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতি জুবায়ের আহমাদ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়। এতে মুহাম্মাদ রবিউল ইসলাম শাহিনকে সভাপতি, মুহাম্মাদ এমদাদুল ইসলামকে সহ-সভাপতি ও ক্বারী দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
টিএইচ