সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

গৌরীপুরে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক আটক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

গৌরীপুরে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক আটক

ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ সোমবার (১৪ আগস্ট) অভিযান চালিয়ে ১৬০ বস্তা চিনিসহ একটি ট্রাক আটক করেছে। 

থানা সূত্রে জানা গেছে, গৌরীপুর থানার এসআই কামাল আহাম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভোর রাতে নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে সড়কের শ্যামগঞ্জ ডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৬০ বস্তা ভারতীয় চিনি বোঝাই ট্রাক আটক করে। 

এ সময় ট্রাক ড্রাইভার রতনকে আটক করা হয়। ট্রাক ড্রাইভার রতন নেত্রকোনা জেলার পশ্চিম সাতপাই এলাকার মো. নুর হোসেনের ছেলে। 

এ ব্যাপারে গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, কমলাকান্দা উপজেলার নাজিরপুর থেকে ভারতীয় চিনি বোঝাই ট্রাকটি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগিতায় আটক করা হয়। এ ব্যাপারে গৌরীপুর থানায় ১টি মামলা করা হয়েছে।

টিএইচ