সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ঘন কুয়াশায: তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশায: তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ সময় মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ছয়টি ফেরি। এতে কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছেন যানবাহনের শ্রমিক ও যাত্রীরা।

সোমবার (২ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি জানায়, মধ্যরাত ৪টা থেকে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজির হাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর রাত ৫টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। তাই ওই তিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের এজিএম মো. সালাম মিয়া জানান, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে, ঘাটে দীর্ঘ যানজট নেই। কুয়াশার মাত্রা কমে গেলেই ফেরি চলাচল ফের শুরু হবে। এ নৌরুট তিনটিতে ২১টি ফেরি চলাচল করে।

টিএইচ