জাতীয় গ্রিড বিপর্যয়ের ফলে বন্ধ হয়ে যাওয়া ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পঞ্চম ইউনিটে ৮ দিন পর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, যান্ত্রিক সমস্যা সমাধান করে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে ইউনিটটিটি চালু করা হয়। এতে এ কেন্দ্রে ফের যোগ হলো ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা।
গত মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়।
পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট চালু করা যায় গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায়।
পরে ১২ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় এ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, ১৯৬৭ সালে শীতলক্ষ্যা নদীর তীরে প্রতিষ্ঠিত ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রতিদিন গড়ে ১৩১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।
টিএইচ