বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টিকিট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

টিকিট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী

স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করার পর টিকিট কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রথম যাত্রী হয়েছেন। এদিন প্রথম টিকিট কেটে মেট্রোরেলে চড়ে উত্তরা দিয়াবাড়ী থেকে রওনা হন আগারগাঁওয়ের উদ্দেশ্যে। ওই ট্রেনের চালক হিসেবে ছিলেন মরিয়ম আফিজা।

বুধবারে (২৮ ডিসেম্বর) দুপুর ১.৪০ মিনিটে প্রধানমন্ত্রী দেশের পতাকা উড়িয়ে ট্রেন চালুর সংকেত দেন তারপর মেট্রোরেল চলা শুরু করে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মেট্রোরেলের প্রথম যাত্রী হয়েছেন—যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষক, ইমাম, অন্যান্য ধর্মযাজক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, পোশাক শ্রমিক, রিকশাচালক, কৃষক, শ্রমিক, দোকানি/বাদাম বিক্রেতা/সবজি বিক্রেতা, মেট্রোরেলের শ্রমিক, প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলাকারীবাহিনী, গণমাধ্যমকর্মী, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, একজন দৃষ্টি/বুদ্ধি প্রতিবন্ধী।  

টিএইচ