শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post
সিত্রাংয়ে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা: দুর্যোগ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা: দুর্যোগ প্রতিমন্ত্রী

ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, ‍‍`ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।‍‍` ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সারা দেশের ৪১৯টি ইউনিয়নের প্রায় ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

সিত্রাং-পরবর্তী প্রভাব নিয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, সাত হাজার আশ্রয়কেন্দ্রে উপকূলের প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছিলো। ঘূর্ণিঝড়ের কারণে ৬ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় শেষে মধ্যরাত থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। সকালের মধ্যে সবাই আশ্রয়কেন্দ্র ত্যাগ করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‍‍`চিংড়ি চাষিদের সুদমুক্ত ঋণ দেওয়া হবে। এ ছাড়া, ক্ষতিগ্রস্ত ঘরের জন্য টিন ও নির্মাণশ্রমিকদের মজুরি দেওয়া হবে‍‍`।

এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে এবং দেয়াল ধসে  ৯ জনের মৃত্যৃ হয়েছে।

 

ইএফ