সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : ঐতিহাসিক মুজিবনগর দিবস উৎযাপন উপলক্ষে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নানান কর্মসূচি হাতে নিয়েছে। সোমবার (১৭ এপ্রিল) শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করে সিটি মেয়রের পক্ষে প্যানেল মেয়র ও কাউন্সিলররা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কে এম জাহাঙ্গীর হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

ফেনী : ফেনীতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে সোমবার (১৭ এপ্রিল) শহরের কলেজ রোডের শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ ও সিনিয়র সহ-সভাপতি মাস্টার আলী হায়দারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী ও জেলা আওয়ামী লীগের  পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় জেলা কমিটির দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর সভাপতি আয়নুল কবির শামীম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনাজপুর: মুজিবনগর দিবস উপলক্ষ্যে সকালে দিনাজপুর সদর হাসপাতাল চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় পৌর আওয়ামী লীগ। এছাড়াও শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ-সহযোগি সংগঠনের নেতারা।

প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামীর নেতৃত্বে সংগঠনের অন্য নেতারা। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইয়াজদান মার্শাল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি অনুপ কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক বিজয় কুমার কুন্ডু ভাইয়াসহ পৌর আওয়ামী লীগের অন্য নেতারা। এসময় উপস্থিত ছিলেন প্রত্যেক ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শ্রীবরদী (শেরপুর): সোমবার (১৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ হেল বাকিউল বারী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

কোটচাঁদপুর (ঝিনাইদহ): দিবসটি উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) অফিসার্স ক্লাবে আলোচনা সভা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার উছেন মে। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুর রশিদ, থানার ওসি (তদন্ত) জগন্নাথ ঋঋবৎস্যকর্মকর্তা সঞ্চয় কুমার, সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা চম্পা অধিকারি।

বীরগঞ্জ (দিনাজপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গনি প্রমুখ। 

মহম্মদপুর (মাগুর): মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে  ঐতিহাসিক মুজিবনগর দিবস ও  বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে সোমবার (১৭ এপ্রিল) শেষ হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার  রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি  বাসুদেব কুমার মালো, অধ্যক্ষ কুমারেশ চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  আব্দুল  হাই মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী, থানার ইন্সপেক্টর তদন্ত মো. মুজিবর রহমান প্রমুখ।  এ সময়  বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কমলনগর (লক্ষ্মীপুর): দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। এছাড়াও উপস্থিত ছিলেন, কমলনগর সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা,  কমলনগর উপজেলা ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সাগর, কমলনগর থানা ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা আব্দুল জলিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম,  কমলনগর প্রেসক্লাবের  সহ-সভাপতি মো. ফয়েজসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।

সালথা (ফরিদপুর): সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আবু নাসের হুসাইন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

নকলা (শেরপুর) : দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ। বক্তব্য দেন উপজলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজা, সহ-সভাপতি বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ প্রমুখ।

ওই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আ. ওয়াদুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইসহাক আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আশাশুনি (সাতক্ষীরা) : ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে সকাল ৯ টায় উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সিনি. উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মণ্ডল, আরডিও বিশ্বজিৎ ঘোষ, এসআই আবু হানিফ, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল): সোমবার (১৭ এপ্রিল) দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে মুজিব নগর দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক শহিদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত সহ প্রমুখ। 

অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে নবাগত নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া।  

কলাপাড়া (পটুয়াখালী): সোমবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে কলাপাড়া উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের এমপি মো. মহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস. এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, কলাপাড়া থানা ওসি মো. জসিম প্রমুখ। 

টিএইচ