সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সারা দেশে মঙ্গলবার (১২ ডিসেম্বর) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এদিন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিনভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

সাতক্ষীরা : সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে, জাতীয় পুস্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  বাস্তবায়নে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রধান অতিথি থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, ডা.  সাইফুল ইসলাম, ডা. মুক্তাদির তামিম, পার্থ কুমার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. আবুল কাশেম। এবার জেলার ৭ টি উপজেলা, ২ টি পৌরসভা, ৭৮ টি ইউনিয়ন, ২৩৪ টি ওয়ার্ডে মোট ১৯৪১ টি টিকাদান কেন্দ্রে ৯০৫ জন সরকারি স্বাস্থ্য কর্মী ও ৩৮৬৭ জন বেসরকারি স্বাস্থ্য কর্মী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে অংশগ্রহণ করবে। এবছর জেলায়  ৬ থেকে ১১ মাস বয়সী  ২৭ হাজার ১৮১ জন শিশুকে নীল রং ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ২৮ হাজার ৭৮৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলায় পাঁচ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ১৮০ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৪ হাজার ৫২৮ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জেলার ১৩টি উপজেলার ১৭টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ ২ হাজার ৯১০টি টিকাদান কেন্দ্রে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রথম সারির তত্ত্বাবধায়ক ৩৭৮ জনবল এবং মাঠ পর্যায়ের ১ হাজার ২০৭ কর্মী ছাড়াও ৪ হাজার ৬১৩ স্বেচ্ছাসেবক এ কাজে দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাটোর : শহরের ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা। এ সময় আরোও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান ও শিশুসহ অভিভাবকরা।  জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় মোট ১,৩৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার, ২৩৩ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২৭৭৬ জন স্বেচ্ছাসেবক একযোগে সাতটি উপজেলায় এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনে যুক্ত রয়েছেন।

নওগাঁ : আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি, উপজেলার কর্মরত সাংবাদিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি বলেন, এক দিনের এই ক্যাম্পেইনে উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২হাজার ৩শ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৫শ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো বলেন, এ উপজেলায় মোট ১৯৩টি কেন্দ্রের মাধ্যমে মোট ২৫ হাজার ৮শ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি রাজনৈতিক মহল, মিডিয়াকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

দিনাজপুর : দিনাজপুর পৌরসভা চত্বরে একজন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেছেন দিনাজপুর পৌরমেয়র ভারপ্রাপ্ত মো. আবু তৈয়ব আলী দুলাল। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী মো. মাহবুবুর রহমান নির্বাহী প্রকৌশলী মো. মিয়ারুল মিনারুল ইসলাম খানসহ পৌরসভার স্বাস্থ্য বিভাগের অন্য কর্মকর্তারা।

ডোমার (নীলফামারী) : ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হান বারী, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর (এমওডিসি) মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান নোবেল, হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক (ইনচার্জ)ও স্যানিটেরি ইন্সপেক্টর আলামিন রহমান উপস্থিত ছিলেন। ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হান বারী জানান, এবার ডোমার উপজেলার ২৪০টি অস্থায়ী ও  স্থায়ী ১টিসহ মোট ২৪০টি কেন্দ্রে ৪৬ হাজার ১১টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ২০৪জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪০হাজার ৮০৭জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই এ কার্যক্রমকে বেগবান করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, মেডিকেল অফিসার ডা. এমএইচকে মুনিম সুপ্ত, মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা, ইপিআই কর্মকর্তা রমজান আলীসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্টাফরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার ১৬৯ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী তিন হাজার ২০০ শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২৩ হাজার ৯০০ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ২৭ হাজার ১০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা ও ১৫টি ইউনিয়নসহ মোট ৪৮টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৬৯২৭৫ জন এবং ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৮৫০০ জন নির্ধারণ করা হয়। এ লক্ষে উপজেলার ৩৮৪ টি কেন্দ্রে মোট ৭৭৭৭৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী শতভাগ শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আশা ব্যক্ত করেন। তিনি বলেন, একটি সুন্দর রাষ্ট্র গঠনে সুস্থ নাগরিক সমাজ প্রয়োজন। সুস্থ নাগরিক গড়ে তুলতে আমাদের শিশুদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। 

পলাশবাড়ী (গাইবান্ধা) : পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ-উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, থানা ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মুহাম্মদ আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা ও পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক দুদুসহ অন্য চিকিৎসক-কর্মচারী উপস্থিত ছিলেন। শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন। এ উপজেলার ২১১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৩ হাজার ৩শ’ ৭৪জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়।

বোদা (পঞ্চগড়) : বোদায় দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মাহমুদুল হাসান বাবু সাধারণ সম্পাদক বোদা রিপোর্টার্স ক্লাবসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা লুৎফুল কবির জানান, এ বছর বোদায় মোট ৩৮,৮০০ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকল শ্রেণি পেশার মানুষের সুবিধার্থে বোদা উপজেলার ১০টি ইউনিয়নে ২৪১ টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। 

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ইউএনও আবু রাসেলের সভাপতিত্বে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রধান অতিথি হিসাবে শিশুদের ভিটামিন খাইয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ডলি রাণী, মেডিকেল অফিসার ডা. মোক্তার হোসেন এবং মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) রাজিব সরকার উপস্থিত ছিলেন।  এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম জানান, উপজেলায় এবারের ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী তিন হাজার ৪৯১ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৮৪৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলা হাসপাতালসহ মোট ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন স্বেচ্ছাসেবক কাজ করেছেন। সবগুলো কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে তিনি জানান। 

লামা (রাঙামাটি) : লামা স্বাস্থ্য ও পবিবার কল্যাণ কার্যালয়ের আয়োজনে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিতরে নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন লামা উপজেলা পরিসদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এ সময় আরো অংশ নেন লামা উপজেলার নবাগত নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাইনুদ্দীন মোর্শেদ, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডা. মাকছুদা বেগম,ডা. সুজন কুমার ধর, এনেস্থিসিয়া ডা. নুর মোহাম্মদ, মেন্টাল হেলথ কেয়ারের ডা. জেসমিন আক্তার, ডা. মোহাম্মদ ফরহাদ, লামা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও ইনচার্জ দিদারুল ইসলাম, এমবি আইপি রুপন কান্তি চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। লামা উপজেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, এবারে লামা উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি  ইউনিয়নে ১৪৫ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩,০২৩ শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১৯,২৫৯ জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল মোট ২২,২৪২ জন শিশুকে খাওয়ানো হচ্ছে।

টিএইচ