সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে বিশ্ব বসতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে বিশ্ব বসতি দিবস পালিত

‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (০২ অক্টোবর) দেশের বিভিন্ন স্থানে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাঙামাটি :  রাঙামাটি গণপূর্ত বিভাগ ও জেলাপ্রশাসনের আয়োজনে, জেলাপ্রশাসন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা নাসরিন সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমি, রাঙামাটি গণপূর্ত নির্বাহী প্রকৌশলীর অনিন্দ্য কৌশকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

দিনাজপুর : দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও গণপূর্ত বিভাগ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক শাকিল আহমেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার এম.এ কাদেরের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন এডিসি (শিক্ষা ও আইসিটি) মো. নুর-এ-আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মো. শরিফ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মইনুল হক মোতাঈদ, দিনাজপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (ফুলবাড়ী গণপূর্ত উপবিভাগ) ইমরান রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত ই/এম উপ বিভাগ দিনাজপুর) নাফিস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেক হোসেন বাবলু, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিদ্দিকুজ্জামান নয়ন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন দিনাজপুর গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী (সিভিল) কাজী তরিকুজ্জামান। অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিবসটি উপলক্ষ্যে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।

নড়াইল : জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ নড়াইল কর্তৃক আয়োজিত দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে জেলা শহরের আদালত চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর উপস্থিতিতে নড়াইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ  তার বক্তব্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত নগরায়নের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন, সাজেদা বেগম সিভিল সার্জন নড়াইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল ও সকল দপ্তরের জেলা পর্যায়ের  কর্মকর্তা প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ। মাল্টিমিডিয়ার মাধ্যমে বিশ্ব বসতি দিবসের উপর একটি তথ্যচিত্র তুলে ধরেন গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ.এম. ইফতেখার মজিদ। সঞ্চালক ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী রকিবুল ইসলাম। 

টাঙ্গাইল : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের টাঙ্গাইল গণপূর্ত সার্কেল ও বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমান, মাহফিজুর রহমান, সহকারী প্রকৌশলী বাবু কুমার বিশ্বাস প্রমুখ।

টিএইচ