বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বরিশাল : জেলা প্রশাসকের দপ্তরের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলকে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি এবং বরিশাল সিটি কপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। এছাড়াও নগরীর ওয়াপদা কলোনি সংলগ্ন টর্চার সেলে ৭১ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে মহানগর আ.লীগ। একই সময় ত্রিশ গোডাউন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
  
কক্সবাজার : দিবসটির প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ, পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা, জেলা আ.লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমউদ্দীন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, বিভীষণ কান্তি দাশ, তাপ্তি চাকমা, শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামসহ আরও অনেকেই বক্তব্য রাখেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ: থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মেয়র মো. ইকরামুল হক টিটুর পক্ষে সচিব মো. আরিফুর রহমান, প্যানেল মেয়র সামীমা আক্তার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জয়নাল আবেদিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর : জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিভাগ, নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে নৌ পুলিশ বিভাগ, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানের নেতৃত্বে চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও সংগঠন থেকে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সবাই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে  বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সামাজিক পেশাজীবী সংগঠন, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধারা আলোচনায় অংশ নেন।
 
মাগুরা : শহরের নোমানীয় ময়দানে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ পুষ্পস্তপক অর্পণ করেন। পরে একে একে পুলিশ সুপার মশিউদৌলা রেজা, জেলা আ.লীগ ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তপক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মশিউদৌলা রেজা, সিভিল সার্জন শামীম কবির, সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রেজভি জামান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুর রহমান।

পুষ্পস্তবক অর্পণ শেষে নোমানী ময়দানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার, মাগুরা মো. মশিউদ্দৌলা রেজা; সিভিল সার্জন, মাগুরা ডা. মো. শামীম কবির, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রেজভী জামান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ডার এস.এম. আব্দুর রহমান। এসময় মাগুরা জেলার সকল দপ্তরের প্রধানরা, বীর মুক্তিযোদ্ধারা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী,মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌমেন চাকমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, সুশীল সমাজের নেতরা উপস্থিত ছিলেন। 

ঝালকাঠি : জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের নেতৃত্বে জেলা প্রশাসন বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ঝালকাঠি জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আ.লীগ, জেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পর্যায়ক্রমে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলাচনা সভা। এত প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশষ অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

টাঙ্গাইল : জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ বেদিতে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,  সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ শ্রদ্ধাঞ্জলি জানান। জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমি ও শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শেষে শহিদ বুদ্ধিজীবী, বীরমুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

নেত্রকোণা : নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে নির্মিত স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা-২ আসনের এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। পরে জেলা প্রশাসক শাহেদ পারেভেজের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. শামছুর রহমান ভিপি লিটনের নেতৃত্বে জেলা আ.লীগ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধযোদ্ধা অ্যাড. অসিত কুমার সরকার সজলের নেতৃত্বে জেলা পরিষদ, পুলিশ সুপার ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ, পৌরমেয়র নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌর পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিকের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমের নেতৃত্বে উপজেলা প্রশাসন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর নেতৃত্বে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিনের নেতৃত্বে আনসার ভিডিপি, জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুজ্জামানের নেতৃত্বে কারা পুলিশ, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, মুক্তিযোদ্ধা সন্তান সংসদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্থানীয় পাবলিক হলে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া : দিবসটি উপলক্ষে শহরের কাউতলীতে সৌধ হিরন্ময় চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলেল শ্রদ্ধা জানান, স্থানীয় এমপি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, পৌরমেয়র মিসেস নায়ার কবিরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়াও দিনটি পালনে বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করছে। 

ভোলা : জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও যুগীরঘোল বধ্যভূমিতে ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার, মো. মাহিদুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সকল কর্মকর্তা-কর্মকর্তারাসহ আরো উপস্থিত ছিলেন মো. মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রিপন চন্দ্র সরকার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা, ওসি ভোলা সদর মডেল থানা, ওসি জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ইনচার্জ শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, ভোলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাটোর : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা শেষে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। নাটোর প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাগেরহাট : বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেনসহ অন্য কর্মকর্তা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে জেলা পুলিশ, জেলা আ.লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট ২ আসনের এমপি, জেলা যুবলীগ, ছাত্রলীগ, সরকারি পিসি কলেজ, বাগেরহাট প্রেস ক্লাব, স্বাস্থ্যবিভাগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পিটিআই, সড়ক বিভাগ, এলজিইডিসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা পুলিশের একটি চৌকস দল শহীদদের উদ্দেশ্যে গার্ড অব অনার দেয়া হয়। এর আগে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ। মোনাজাত শেষে ভৈরবের তীরে অবস্থিত বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা  আ.লীগ সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, উপজেলা আ.লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌর আ.লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ আরও অনেকে। এর আগে বাগেরহাট জেলা আ.লীগের পক্ষ থেকে রেল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং দলীয় কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আ.লীগের নেতারা।

নাগরপুর (টাংগাইল): দিবসটি উপলক্ষে স্মারক ৭১ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর থানা পুলিশ, উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠন ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এরপর নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, মো. মোকাদ্দেস আলী, গোলাম সরোয়ার ছানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে হকনগর শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, দোয়ারাবাজার থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এমএ মোতালিব ভুইয়া, সাবেক ইউপি সদস্য হাছিব উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল হাই প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এম মতিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মো. ইব্রাহীম, ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র, বীরমুক্তিযোদ্ধা মো. মোশারেফ হোসেন হাং, স্বপন কুমার ডাকুয়া, সমাজসেবা অফিসার মশিদুল হক, আ.লীগ নেতা মনিরুজ্জামান সেলিম, মনিরুজ্জামান শিকদার, সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন সেচ্ছাসেবকলীগ নেতা এম এম ওবাইদুল্লাহ প্রমুখ। 

চৌহালী (সিরাজগঞ্জ) : সদর উপজেলা চত্বরের চৌহালী সরকারি কলেজে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে ও গণকবরে পুস্পমাল্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মাহবুব হাসানের নেতৃত্বে শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মাহবুব হাসানের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মামুনুর রহমানের সঞ্চালনে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা ৭১ এর ১৪ ডিসেম্বর গণহত্যার নানান স্মৃতি চারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন অতিথিরা। এসময় থানার নবাগত ওসি শ্যামল কুমার দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, প্রাণিসম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, আনসার ও ভিডিপি অফিসার আবুল বশির, প্রাণিসমপ্রসারণ অফিসার  ডা. জান্নাতি, কৃষিবিদ আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা আব্বাস আলী ও জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

উখিয়া (কক্সবাজার) : উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদ, উখিয়া থানা, বীর মুক্তিযোদ্ধা কমান্ড, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও উখিয়া স্কাউটস টিমের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উখিয়া ইউএনও তানভীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজস্থলী (রাঙ্গামাটি) : উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা শহীদ মিনার পুস্পস্তবক অর্পণ করে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি অফিসার আবু খাইয়ের, ওসি তদন্ত শাহেদ, উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া প্রমুখ। আলোচনা সভায় সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি। আলোচনা সভা শেষে নবাগত ইউএনও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

আগৈলঝাড়া (বরিশাল) : উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা নবাগত নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।

কালাই (জয়পুরহাট) : উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ.লীগ ও সকল সহযোগী সংগঠন, কালাই পৌরসভা, প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানসহ, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন। পরে সেখানে স্মৃতিসৌধে মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। এছাড়াও বক্তব্য রাখেন কালাই পৌরমেয়র রাবেয়া সুলতানা, কালাই থানা ওসি ওয়াসিম আল বারী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেনদ্রনাথ,কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আজিজার রহমান প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। এ সময় আরো বক্তব্য রাখেন,  পৌরমেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার ওসি ফিরোজ আলম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, বীর মুক্তিযোদ্ধা, নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার ও তার স্টাফরা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে নাচোল থানায় কর্মরত তিন (পুলিশ কনস্টেবল) শহীদের সম্মানে তাদের কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করা হয়। থানা ক্যাম্পাশে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে তিন শহীদসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

রামপাল (বাগেরহাট) : উপজেলা শহীদ স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালন করা হয়েছে। এসময় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
এরপর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) সেখ সালাউদ্দিন দিপু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা সুকান্ত কুমার পাল, ওসি সোমেন দাশ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা গোলজার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান, প্রেস ক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রাণা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।

মধুপুর (টাঙ্গাইল) : উপজেলা প্রশাসনের আয়োজনে মধুপুর বংশাই নদীর তীরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মধুপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, উপজেলা আ.লীগ ও সকল সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাড. ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী প্রমুখ।

বারহাট্টা (নেত্রকোনা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মোড়ালে উপজেলা প্রশাসন, উপজেলা আ.লীগ, বারহাট্টা থানা, মুক্তিযোদ্ধা সংসদসহ অন্য পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনূল হক কাসেম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুলসহ  প্রমুখ।

তালতলী (বরগুনা) : উপজেলা পরিষদের পায়রা হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার সিপাত আনোয়ার তুমপার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির। এ সময় সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত, তালতলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম আকাশ, ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর (নাটোর) : উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন করে উপজেলার তিনটি শহীদ বুদ্ধিজীবী কররস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস রোকসানা আক্তার লিপি, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম ও কৃষি অফিসার হারুনর রশীদ প্রমুখ। শেষে শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।

বকশীগঞ্জ (জামালপুর) : উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

অভয়নগর (যশোর) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, অভয়নগর থানার ওসি এসএস আকিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মো. তৌহিদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এএফএম অহেদুজ্জামান  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, আইসিটি কর্মকর্তা আহসান কবির, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হূদয় প্রমুখ। এর আগে রেলওয়ে স্টেশন শহীদ বেদিতে বুদ্ধিজীবীদের স্বরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. রাশেদুল কাওছার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌরমেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার, ওসি কসবা থানা মো. রাজু আহমেদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা আ.লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লাহ্, কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেস ক্লাব সহ-সভাপতি সাংবাদিক নেপাল চন্দ্র সাহা ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমিন সুলতানা।

পবিপ্রবি : দিবসটি পালন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের (প্রশাসনিক ভবন) সম্মুখে দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। কালো পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেরস মোহাম্মদ আলী। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের নেতৃত্বে এক মৌন মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং মৌন মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে একই স্থানে প্রফেসর ড. জাহিদ হাসানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

ভেড়ামারা : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. নুরুল আমিন, উপজেলা মাধ্যমিক অফিসার শরিফুল ইসলাম, উপজেলা উপজেলা প্রকৌশলী আবুল হাসেম, উপজেলা  নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলম জাকারিয়া টিপু, আইসিটি অফিসার আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

চরফ্যাসন (ভোলা) : বিনম্র শ্রদ্ধায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। পরে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন আখন। সহকারী কমিশনার ভূমি সালেক মুহিদের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, ওসি তদন্ত রিপন কুমার সাহা, সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পুলিশ প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকরা।

টিএইচ