শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নাটোরে ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি

নাটোরে ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

নাটোরে স্ত্রীর ওপর অভিমান করে আব্দুল রশিদ (৫০) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতাকল শনিবার নাটোর সদর উপজেলার সিবদুরগ্রামে এক আম বাগান থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাটোর সদর থানার এসআই মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল রশিদ নাটোর সদর উপজেলার শিবদুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছিল কৃষক আব্দুল রশিদের। গত শুক্রবার বিকেলে অভিমান করে বাড়ি থেকে বের হন আব্দুল রশিদ। পরে রাতে আর বাড়ি ফিরেননি তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। 

পরে শনিবার (২৭ জুলাই) সকালে স্থানীয় এক কৃষক জমিতে কাজ করতে যাওয়ার সময় আম গাছে ঝুলন্ত অবস্থায় রশিদের মরদেহ দেখতে পান। এরপর স্থানীয়রা বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়।

এসআই মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

টিএইচ