জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতাকল শনিবার শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির জনসমাবেশ জনসমুদ্রে রুপ নেয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব হোসেনর সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও কেন্দ্রিয় ওলামাদলের সাবেক মহাসচিব মাওলানা নেছারুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংষু সরকার কুট্টি, বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছরে পটুয়াখালীর বিএনপির অফিস ১৪ বার ভেঙে চুরমার করেছে, এমনকি অফিসের ফ্যানের পাখাগুলোও চুরি করে নিয়ে গেছে। আমরা রাস্তায় নামতে পারেনি, ঘরে ঘুমাতে পারিনি, সন্তানের খোঁজ নিতে পারিনি, তারপরেও জেলার মধ্যে ছিলাম কিন্তু দেশ থেকে আমাদের কেউ পালিয়ে যায়নি।
অথচ শেখ হাসিনা পালিয়ে গেছে। জনসভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদলের নেতাকর্মীসহ দলের সমর্থকরা উপস্থিত ছিলেন।
টিএইচ