পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নওগাঁর রাণীনগরে দুইভাই ও ঝিনাইদহের হরিণাকুণ্ডতে এক কৃষকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে খলিয়ানে খেলার সময় বজ্রপাতে শামিউল আলম (৯) ও রিফাত হোসেন (৩) নামে আপন দুই ভাই মারা গেছে। বুধবার (২১ জুন) উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এঘটনা ঘটে। নিহত দুইজন ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লাভলুর প্রতিবেশি আলমগীর হোসেন বলেন, দুপুর পৌনে ১২টা নাগাদ বৃষ্টি নামার সময় বাড়ির খলিয়ানে শামিউল ও রিফাত হোসেন খেলা করছিল। এসময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেই বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠিয়েছি। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।
ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বজ্রপাতে দুইটি গরুসহ একজন কৃষকের নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জুন) উপজেলার পারদখলপুর গ্রামের গোয়ালবাড়ি মাঠে বজ্রপাতে এই ঘটনা ঘটে। নিহত গোলাপ মুন্সী (৬০) একই গ্রামের মৃত ইলাহী মুন্সীর ছেলে। একই ঘটনায় পার্শ্ববর্তী পার্বতীপুর গ্রামের আল মামুন নামের অপর এক কৃষক গুরুতর আহত হয়ে হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনে ন্যায় নিহত গোলাপ মুন্সী গ্রামের মাঠে গরুর ঘাস খাওয়াতে যান, এসময় হঠাৎ বজ্রপাতের ফলে দুইটি গরুসহ তার মৃত্যু হয়। হরিণাকুণ্ড থানার ওসি আবু আজিফ বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
টিএইচ