বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ২৫ মন্ত্রণালয়ের সচিবরা

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ২৫ মন্ত্রণালয়ের সচিবরা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন তার অধীন ২৫ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা।

সোমবার (১২ আগস্ট) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি শুরু হয়েছে।

জ্যেষ্ঠ সচিব ও সচিবরা মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। প্রধান উপদেষ্টা তার অধীন সব মন্ত্রণালয়কে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন বলে সূত্র জানিয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান যমুনায় প্রবেশ করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেলা সোয়া ১১টার দিকে তিনি বেরিয়ে যান।

গত বৃহস্প‌তিবার (৮ আগস্ট) ড. ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে ড. ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ সদস্যকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ঢাকার বাইরে থাকায় সেদিন শপথ নিতে পারেননি তিন উপদেষ্টা। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল আরও দুই উপদেষ্টা শপথ নেন। পরে তাদের মধ্যেও মন্ত্রণালয় বন্টন করা হয়।

টিএইচ