বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে বিএনপি নেতার বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে বিএনপি নেতার বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা এবং সদস্য সচিব কিবরিয়া স্বপনের বাসভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন জানান, রাত সোয়া ৮টার দিকে তার শহরের পূর্ব খাবাসপুরস্থ বাসভবনে একটি ককটেল বিস্ফোরণ করা হয়। ঘটনার পাঁচ মিনিট আগে তিনি বাসায় ফিরেন। 

এরপর বিকট শব্দ শুনতে পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন বাসার সামনে বাগানে ধোঁয়া উড়ছে। এরপর তিনি বাইরে বেরিয়ে এলে আশেপাশের বাসার বাসিন্দারা জানান, তিনটি মোটরসাইকেলে কিছু যুবক এসে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। 

খবর পেয়ে কোতোয়ালি থানার এএসআই রেজাউলের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। এএসআই রেজাউল বলেন, একেএম কিবরিয়া স্বপন তাদের নিকট বাসায় ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে জানিয়েছেন। তবে ঘটনাস্থলে তারা কোন আলামত পাননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

এ ঘটনার কিছুক্ষণ পর রাত পৌনে ৯টার দিকে শহরের ঝিলটুলীতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার বাসভবনের সামনে আরো একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ককটেলটি ঈসার বাসভবনের সামনে আরেকটি বহুতল ভবনের সামনে বিস্ফোরিত হয়। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের দ্বায়িত্বশীল কোন সূত্রের বক্তব্য জানা সম্ভব হয়নি।

টিএইচ