বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
দেশের বিভিন্ন স্থানে 

বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে রোববার (২৮ মে) শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বেলুন উড়িয়ে ও শ্বেতকপোত অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে  একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের জন্য তিনি বার জেলা খেটেছেন। এত অন্যায় অত্যাচার জেল জুলুমের পরেও দেশ যখন স্বাধীন হয় তখন ৯৩ হাজার পাকিস্তানি সেনা সদস্যকে নিঃশর্তে মুক্তি দেন। বঙ্গবন্ধু চাইলে তাদের প্রতি প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে উদারনীতি দেখিয়ে তাদেরকে মুক্তি দিয়েছিলেন। এ ধরনের অসংখ্য মানবতা ও উদরনীতির কারণে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত হয়েছিলেন। 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ।  আলোচনা সভায় মূল আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত নিয়ে প্রাণবন্ত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুর রশিদ। 

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক। সভায় আরও উপস্থিত ছিলেন, এনএসআইর উপপরিচালক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাজহারুল ইসলাম, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জজ কোর্টের সরকারি কৌশলী অ্যাড. আবু তালেব বিশ্বাস। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।

খাগড়াছড়ি: জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার রুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্ত্তী সভাপতিত্ব করেন। এসময় মাটিরাঙ্গা থানার ইন্সুপেক্টর তদন্ত মো. আমজাদ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক বক্তব্য রাখেন।

পিরোজপুর : পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে (জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে) জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দমন) আব্দুল মুকিত হাসান খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি প্রমুখ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু জুলিও কুরি প্রাপ্তি নিয়ে শিক্ষার্থীদের রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং জুলিও কুরি প্রাপ্তির উপরে ডাক বিভাগের ডাকটিকেট উন্মোচন করা হয়।

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ওলিউজ্জামান, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন (ক্রাইম), সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বীন মুহাম্মদ আলী, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

মৌলভীবাজার: মৌলভীবাজারে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিছবাউর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মলিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকতারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। 

মদন (নেত্রকোনা): মদন উপজেলা পাবলিক হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া। সঞ্চালনা করেন, মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান। 

প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কদ্দুস, পৌর মেয়র মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. নূরুল হুদা খান, ওসি মো. তাওহীদুর রহমান, কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ ও সাবেক জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার প্রমুখ।

নেছারাবাদ (পিরোজপুর) : নেছারাবাদে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন নেছারাবাদ থানার ওসি মো. জাফর আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ। সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

হাটহাজারী (চট্টগ্রাম): হাটহাজারীতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমা প্রমুখ। এসময় উপস্থিত ছিল, উপজেলা মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মীও শিক্ষক শিক্ষার্থীরা। 

রাঙ্গাবালী (পটুয়াখালী): রাঙ্গাবালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রসাশনের আয়োজনে আলোচনা সভা করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও রাঙ্গাবালী উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট ভূমি মো. সালেক মুহিদের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান, রাঙ্গাবালী থানার তদন্ত ওসি আব্দুস সালাম মোল্লাসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথমিক শিক্ষা অফিসার মো. বায়জিদ আহম্মেদ।

জগন্নাথপুর (সুনামগঞ্জ): জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন প্রমুখ। সভায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা পাউবো কর্মকর্তা মুহাম্মদ হাসান গাজী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ঝরনা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, উপজেলা মহিলা অধিদপ্তরের উনু মিয়া, সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়া, সাংবাদিক আলী জহুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা উপস্থিত ছিলেন। 

কমলনগর (লক্ষ্মীপুর) : কমলনগর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সংগীত অনুষ্ঠান, কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। সভায় উপজেলা নিবার্হী অফিসার সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম।

সালথা (ফরিদপুর): সালথায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম। অন্যদের মধ্যে উপস্থিত, সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী, কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদার, মৎস্য অফিসার রাজীব রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, সালথা মডেল প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন প্রমুখ। 

মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, থানা ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল।

রামপাল (বাগেরহাট): মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার গোলজার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা অলিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, পিআইও মো. মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য দপ্তরের প্রকৌশলী মো. ইমরান হোসেন, এআরডিও মো. হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

তালা (সাতক্ষীরা ): তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসন  আয়োজনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন। সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম, পাটকেলঘাটা থানার ওসি মাহমুদুর রহমান। 

মনোহরদী (নরসিংদী): মনোহরদী উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রা, লায়ন এম এস ইকবাল আহমেদ ভাইস চেয়ারম্যান মনোহরদী উপজেলা পরিষদ, মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দিন, আফরোজা সুলতানা রুবি মহিলা ভাইস চেয়ারম্যান মনোহরদী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আতিকুল ইসলাম মিলন সভাপতি মনোহরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। 

নকলা (শেরপুর): নকলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদের সভাপতিত্বে  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): গোমস্তাপুর উপজেলা সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রাইসা জান্নাতসহ অন্যরা। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে  পুরস্কার দেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আটঘরিয়া (পাবনা): আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসুর সূচনা বক্তব্যের পর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তানতীর ইাসলাম আটঘরিয়া কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, পল্লী বিদ্যুতের ডিজিএম আশরাফুল হক, একাডেমিক সুপার ভাইজার শ্রিপারানী দাস, উপজেলা মৎস কর্মকর্তা আকতার, সাবেক প্রধান শিক্ষক সুলতান মাহমুদ ও আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া।

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া): কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর মেয়র এম জি হাক্কানী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকার, কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খান, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম রঙ্গু। পরে উপজেলা শিল্পকলা একাডেমি  ও স্থানীয় শিশু কিশোর সাংস্কৃতিক  দলের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। 

মানিকছড়ি (খাগড়াছড়ি) : মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে পদকের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার তপন চৌধুরী। পরে কুইজ ও চিত্রাঙ্গকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। 

টিএইচ