শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বিনিয়োগে অগ্রাধিকার, কণ্যাশিশুর অধিকার ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার জাতীয় কন্যাশিশুদিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কন্যাশিশু বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরার পাশাপাশি জেলা প্রশাসকের বাস্তবায়নাধীন পদক্ষেপগুলো তুলে ধরেন জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। 

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা মহিলা সংস্থার কর্মকর্তা সফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সম্বয়কারী মোমেনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কিশোর কিশোরী ক্লাবের তৌফিকা আক্তার ও বারঘরিয়া কিশোর কিশোরী ক্লাবের স্মৃতি রানী পাল। বক্তারা কন্যাশিশুদের অবহেলা করে বাল্যবিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট না করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার আহ্বান জানান। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।

মাটিরাঙ্গায় (খাগড়াছড়ি) : মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কণ্যাশিশু দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদে এসে র্যালিটি শেষ। 

জাতীয় কণ্যাশিশু দিবসের আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো.ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন, কিশোর কিশোরী ক্লাবের  ছাত্রী অর্পিতা, কিশোর কিশোরী ক্লাবের  ছাত্রী অংকিতা অন্যদের মাঝে বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর মো. ইউনুছ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র নাথ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যদের মাঝে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইঁয়াসহ কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সামাজের নেতারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসকের আয়োজনে কন্যা শিশু দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। 

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংরক্ষিত মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম,  মো. সাইফুল ইসলাম, জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক অনুকা খীসা, নারী নেত্রী টুকু তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। এছাড়া আলোচনা সভায় এনজিও কর্মকর্তা, নারী নেতারা, বিদ্যালয়ের ছাত্রীসহ সংশ্লিষ্টরা।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   উপজেলা নির্বাহী অফিসার মোহামমদ আমিমূল এহসান খানের সভাপতিতে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন।

বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌরমেয়র ও উপজেলা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম হাক্কানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী , উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাবেক পৌর কাউন্সিলর মো. আবু তাহের ও উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক কাজী মানিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা।

টিএইচ