স্মার্ট বাংলাদেশের প্রত্যয়-দুর্যোগ প্রস্তুতি সবসময়-এ স্লোগানকে সামনে রেখে সারাদেশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবরে -
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দিবসটি উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট গ্রিনভিউ স্কুলে এসে শেষ হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অুনষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ছাবের আলী প্রামানিক। এসময় জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নেজারত ডেপুটি কালেক্টর তৌফিক আজিজ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শ্রীবরদীর আয়োজনে গতকাল পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফখরুজ্জামান সেলিম, শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ।
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, বিআরডিবির কর্মকর্তা আজহারুল ইসলাম, হিসাবরক্ষক কর্মকর্তা মনিরুজ্জামান মনির, মধুপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হেমাইল কবির, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে গতকাল উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের বাস্তবায়নে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস-চেয়ারম্যান আরজুমান, উপজেলা কৃষি অফিসার মো. বেলাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অজিত কুমার রায় প্রমুখ।
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : দিবসটি উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদে এসে শেষ হয় । পরে উপজেলা পরিষদে হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবহান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার ব্যক্তিরা।
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : উপজেলা প্রশাসন ও তাড়াইল দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আল আমিনসহ স্থানীয় সংবাদকর্মী ছাড়াও সহিলাটি উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : উপজেলা প্রশাসনের (দূর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে গতকাল উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়। শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, সদর ইউনিয়নের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দেলোয়ার হোসেন ও সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : দিবসটি উপলক্ষে গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন উপজেলার বালারহাট বাজারে আলোচনা সভা, র্যালি ও অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা, ওসি ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার প্রমুখ।
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : উপজেলা চত্বর থেকে গতকাল একটি র্যালি বের করে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলার হলরুমে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বুরহান উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, ফায়ার সার্ভিসের লিডার মো. নাসির উদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নকলা (শেরপুর) প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : উপজেলা পরিষদ চত্তর থেকে গতকাল র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মনোনিতা দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, অনলাইন প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
রুমা (বান্দরবান) প্রতিনিধি : দিবসটি উপলক্ষে র্যালি ও রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়া মাহামুদ রনজু সংঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মার্মা। এতে সভাপতিত্ব করেন নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী। রুমা সরকারি সাঙ্গু কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মংহাইথুই মারমা, উপজেলা প্রকৌশলী (এলজিডি) সাইফুল ইসলাম, থানার তদন্ত কর্মকর্তা মাহাবুব ও রেমাাক্রী প্রাংসা চেয়ারম্যান জিরা বমসহ বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন।
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : দিবসটি পালন উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। পরে অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হুমায়ুন কবির, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, সহকারী কৃষি অফিসার আবির হোসেন প্রমুখ।
টিএইচ