বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ সড়কে ঝরল ১০ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ সড়কে ঝরল ১০ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফরিদপুরের ভাঙ্গায় দুই পুলিশ সদস্য, মুন্সিগঞ্জের শ্রীনগরে দুজন, ফেনীতে এক ব্যাংক কর্মকর্তা, চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যাংক কর্মকর্তা, ফরিদপুরের সালথায় মোটরসাইকেল আরোহী, টাঙ্গাইলের বাসাইলে একজন, টাঙ্গাইলের ঘাটাইলে একজন ও ময়মনসিংহের গৌরীপুরে এক যুবক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গায় সিএনজি উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া চালক ও তিন পুলিশ সদস্যসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল হোসেন ও কনস্টেবল নাসির উদ্দিন। আহতরা হলেন, কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম সরদার ও মিথোয়াইচিং মারমা। আহত অটোরিকশার চালকের নাম জানা যায়নি। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও ফায়ার সর্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেয়ার জন্য ভোরে ভাঙ্গা হতে ফরিদপুরে সিএনজিতে করে যাচ্ছিলেন পাঁচজন পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত হন চালকসহ আরও তিন পুলিশ সদস্য। 
প্রতক্ষ্যদর্শী কয়েকজন জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। হঠাৎ বিকট শব্দে পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির একটি সিএনজি উল্টে যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ভেতরে আটকে পড়ে। এছাড়া সড়কে ছিটকে পড়েন একজন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ঘটনাস্থলেই দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার (১৭ নভেম্বর) শ্রীনগর উপজেলার কেউটখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা সাত আরোহী গুরুতর আহত হন আহতের তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহতরা হলেন- বরিশালের নাজিরপুর উপজেলার পুরুবি রায়, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার জাহিদ হাসান, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দ্বীপ হাওলাদার, পিরোজপুর জেলার একরাম ও রাখি। হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন বলেন, বাসটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর বাসটি রাস্তায় পরে থাকায় সার্ভিস লেন দিয়ে যানবাহন যাতায়াত করেছে।

ফেনী: ফেনীতে কাভার্ডভ্যান চাপায় রিপন চন্দ্র নাথ (৫৫) নামের মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলা গেট সংলগ্ন পাকিস্তান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন চন্দ্র গ্রামীণ ব্যাংক দাগনভূঞা এরিয়া ম্যানেজার ও জামালপুরের বাসিন্দা বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিনও মোটরসাইকেলযোগে রিপন তার অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে তার মোটরসাইকেলটিকে একটি কাভার্ডভ্যান এসে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ফেনী হাইওয়ে পুলিশের ওসি মো. মোস্তফা কামাল  বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) নামে ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার মুন্সির মসজিদ এলাকার উত্তরে আলমগীর কনভেনশন হলের সামনে মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকার নূরুল আলমের পুত্র এবং এক্সিম নামের একটি বেসরকারি ব্যাংকের নাজিরহাট শাখায় কর্মরত ছিলো বলে জানা গেছে।
 
জানাযায়, তিনি প্রতিদিনের মতো তার অফিসের কাজ শেষ করে সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাটি উল্টে যায়। এতে সেই অটোরিকশাতে থাকা সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবিষয়ে রাউজান হাইওয়ে পুলিশের এসআই মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করি এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করি।
 
সালথা (ফরিদপুর): ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নজরুল মাতুব্বর (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) উপজেলার গট্টি ইউনিয়নের দরগা গট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম একই ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মৃত মোজাহার মাতুব্বরের ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল মাতুব্বর পেশায় একজন গোখামারী তিনি প্রতিদিন সালথা বাজারের বিভিন্ন দোকানে দুধ সাপ্লাই দিতেন। প্রতিদিনের মত সকালে সালথা বাজারে দুধ সাপ্লাই দিয়ে ফেরার পথে গট্টি ইউনিয়নের দরগা গট্টি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত হতে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাসাইল (টাঙ্গাইল) : চলন্ত হোন্ডায় গাছের ডাল পরে মাথায় আঘাত পেয়ে বাসাইলে কাপড় ব্যবসায়ী রাজ্জাক (৩৫) নিহত হয়েছে। নিহত রাজ্জাক সদর উপজেলার মিরিকপুর গ্রামের কুসুম মিয়ার ছেলে। স্থানীয়সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে হোন্ডা চালিয়ে বাসায় ফেরার পথে বাসাইল শহীদ মিনার সংলগ্ন রাস্তার পাশের একটি মেহগনি গাছের ডাল বাতাসে ভেংগে গিয়ে রাজ্জাকের মাথায় আছড়ে পরে। সাথে সাথেই রাজ্জাক হোন্ডা থেকে ছিটকে পরে। তাৎক্ষণিকভাবে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাজ্জাক বাসাইল মাখন সুপার মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।

ঘাটাইল (টাঙ্গাইল): টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মো. মুক্তার হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার দেউলাবাড়ি ইউনিয়নের দয়াকান্দি গ্রামের বাদশা মিয়ার ছেলে। একটি এনজিওর মানিকগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাতে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় চালকসহ মোটরসাইকেলটি সরাসরি ট্রাকের পেছনে ঢুকে যায়।
স্থানীয়রা প্রথমে মুক্তার হোসেনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থা আশঙ্কাজনক হলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাটাইল থানার ওসি মুহাম্মদ লোকমান হোসেন বিষয়টি জানিয়েছেন ।

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে শরিফ মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) গৌরীপুর-শাহগঞ্জ সড়কের দাড়িয়াপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি একজন ধান ব্যবসায়ী ছিলেন। গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ জানান- ঘটনারদিন শরিফ মিয়া মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গৌরীপুর শহরের উদ্দেশে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপ ভ্যানটিকে জব্দ করেছে স্থানীয় লোকজন।

টিএইচ