সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

‘মাটি ও পানি: জীবনের উৎস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

লালমনিরহাট : জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা খাতুন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্য কর্মকর্তা, সাধারণ কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর : দিনাজপুর জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোছা. বেবী নাজনীন। মুক্ত আলোচনায় অংশ নেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, ভোক্তা অধিকার অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম, বিএডিসির উপপরিচালক (বারি) মো. আব্দুর রশিদ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. মনজু আলম সরকার, জেলা ভেটিরিনারি অফিসার ডা. আশিকা আকবর তৃষা, বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) সৈয়দা সাবিহা জাহান, গম গবেষণা কেন্দ্রের ড. মুহাম্মদ শামসুল হুদা, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির, বিএডিসির যুগ্ম পরিচালক (পাটবীজ) ড. মো. সুলতানুল আলমসহ উপস্থিত কৃষকরা।

নড়াইল : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এসআরডিআই যশোরের আয়েজনে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি নড়াইল কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে দিবসটি অনুষ্ঠিত হয়েছে। মাটির অবস্থা ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা  করেন অমিত কুমার দাস এসআরডিআই যশোর। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর বক্তব্যের মাধ্যমেই অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন দীপক কুমার রায়। দিবসটি সম্পর্কে উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ। এসময় উপস্তিত ছিলেন কৃষক, অত্র দপ্তরের জনবল প্রমুখ। 

ময়মনসিংহ : কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম। এ সময় সভাপতি মাহফুজুল আলম মাসুম বলেন, মাটির সঙ্গে আমাদের কৃষি ও অর্থনৈতিক সংযোগ রয়েছে। এছাড়াও মাটি আমাদের শেষ আশ্রয়স্থল। সকল উন্নয়ন কাজের মূল বিষয় মাটি। তাই মৃত্তিকা সম্পদকে দূষিত না করে এর সর্বোচ্চ ব্যবহার করা উচিত। আলোচনা সভায় ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সুমনা রানী রায় তার উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ময়মনসিংহ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ড. মোছা. নাসরিন আক্তার বানু। সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার রহিমা খাতুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল জলিল, সিনিয়র তথ্য অফিসার শেখ মোহাম্মদ শহীদুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। মৃত্তিকা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ,সুশীল সমাজের প্রতিনিধিসহ নগরীর সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। 

টিএইচ