শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নানা আয়োজন ও কর্মসূচির মধ্যে দিয়ে বুধবার (১০ জানুয়ারি) সারা দেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর আ.লীগ কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে কাউন্সিলর এবং মহানগর যুবলীগের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। এর পূর্বে মহানগর ও জেলা আ.লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন মহানগর আ.লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও জেলার সাধারণ সম্পাদক তালুকদার মো.ইউনুসসহ নেতাকর্মীরা। এছাড়া আ.লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উলিপুর (কুড়িগ্রাম) : উলিপুর উপজেলা আ.লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ দিবসটি পালিত হয়। দিবসের শুরুতে দলীয় ও জাতীয় পতকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর পথিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিপ্লব সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা আ.লীগের সিনিয়র সভাপতি আজিজুল ইসলাম মুকুল। এ সময় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, স ম আল মামুন সবুজ, পৌরমেয়র মামুন সরকার মিঠু, সুজা সরকার, কুড়িগ্রাম জেলা আ.লীগের অন্যতম সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু প্রমুখ। এছাড়াও পৌরসভা ও উপেলার বিভিন্ন ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 
নকলা (শেরপুর):
আ.লীগের কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আ.লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও অন্য নেতারা। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগৈলঝাড়া (বরিশাল) : উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের সদরের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে নেতা-কর্মীরা আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আ.লীগ সভাপতি সুনীল কৃমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বরিশাল জেলা আ.লীগের নির্বাহী সদস্য, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

সাঁথিয়া (পাবনা) : উপজেলা আ.লীগের আয়োজনে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি হাসান আলী খাঁন, সাঁথিয়া পৌরমেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, অধ্যক্ষ নজরুল ইসলামসহ  অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নান্দাইল (ময়মনসিংহ): উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. আমনুিল ইসলাম শাহানের সভাপতিত্বে ও  উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটনের সঞ্চালনায় একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া, বাবু রাশ মোহন সাহা, স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক আবু নাঈম ভূইয়া ফারুকসহ উপজেলা আ.লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। 

পলাশবাড়ী (গাইবান্ধা) : কর্মসূচির মধ্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি, বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত, দেশ ও জাতির উন্নতি-অগ্রগতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বাদ যোহর মসজিদ-মসজিদে বিশেষ দোআ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন উপজেলা আ.লীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ.লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, জেলা আ.লীগ সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আ.লীগ সহ-সভাপতি ছাইফুলার রহানমান চৌধুরী তোতাসহ অন্যরা। 

বাকেরগঞ্জ (বরিশাল) : বাকেরগঞ্জ সদর রোড উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তাবক অর্পণ করা হয়। নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিকের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাড. নাসির উদ্দিন মাঝি, মো. মনিরুজ্জামান ডাকুয়া, শ্রম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন খান, উদ্দিন খন্দকারসহ নেতারা। এরপর উপজেলা আ.লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য রেলি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইবি প্রতিনিধি:  ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর হতে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এসে সমাপ্ত হয়। এরপর মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয়র পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, শাপলা ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা। এছাড়াও বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পবিপ্রবি প্রতিনিধি : দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। পরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য পাদদেশে রেজিস্ট্রার  প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টিএইচ