দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহের ফুলপুরে তিনজন, টাঙ্গাইলে দুজন, চাঁপাইনবাবগঞ্জে একজন, নওগাঁয় একজন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একজনসহ মোট আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১০ মার্চ) ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ, শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম। দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন ফুলপুর থানার ওসি আবদুল হাদি। তিনি বলেন, যাত্রীবাহী একটি সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) উপজেলার কামাক্ষারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। যমুনা সেতু পূর্ব থানার ওসি শেখ মোহাম্মদ রুবেল দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। পুলিশ জানায়, মরদেহের পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, বড় কোনো গাড়ি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুজন মোটরসাইকেলের চালক ও আরোহী ছিলেন। ওসি শেখ মোহাম্মদ রুবেল বলেন, মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে চালকের সহযোগী (হেল্পার) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১০ মার্চ) সদর উপজেলার দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম রাজশাহী জেলার পবা উপজেলার হাট রামচন্দ্রপুর ডাঙ্গির পাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মুনিরুল ইসলামের ছেলে সুমন ও রেজাউল নামের আরেক ব্যক্তি। রেজাউলের পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, সকাল ৬টার দিকে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল সংলগ্ন পাকা রাস্তায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালকের সহযোগী ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাক থেকে মরদেহ বের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. ফরহাদ আলী সুইট জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান সাদ্দাম। এছাড়াও আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে রেফার্ড করা হয়েছে।
নওগাঁ : নওগাঁর পত্নীতলায় পিকআপের ধাক্কায় আব্দুর করিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পলাশ নামে একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) নজিপুর পৌরসভার কাল্লাকাটি (পুঁইয়া) মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর করিম যুগীবাড়ি রঘুনাথপুর গ্রামের এনাদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির পিকআপ মোটরসাইকেলটিকে পেছনে থেকে ধাক্কা দেয়। এতে মোটসাইকেলে দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আব্দুর করিমকে কতর্ব্যরত চিকিসৎক মৃত ঘোষণা করে। আর পলাশের অবস্থা আশঙ্কাজনক হওযায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনার পর পিকআপ রেখেই চালক পালিয়ে যায়। পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও ট্রলির সংঘর্ষে রুবেল সরকার নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রুবেল সরকার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের রতন সরকারের ছেলে। এই ঘটনায় মো. অলি মিয়া ও এমদাদুল নামে দুজন গুরতর আহত হয়েছে। সোমবার (১০ মার্চ) নবীনগর টু রাধিকা সড়কের কনিকাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সোমবার (১০ মার্চ) ভোরে নবীনগর-রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল সরকারকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নবীনগর টু রাধিকা সড়কে বাস ও ট্রলির সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টিএইচ