বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল চার প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া িগেছে। বরিশালের উজিরপুরে দুজন, রাঙামাটির রাজস্থলীতে এক শ্রমিক ও নওগাঁর ধামইরহাটে একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বরিশাল : বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় বাস ও ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো সাতজন। রোববার (২৪ ডিসেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তার সহযোগী রুবেল হাওলাদার। উজিরপুর থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে নতুন শিকারপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সোহরাব ও তার সহযোগী রুবেল নিহত হন। এ সময় বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বাস ও ট্রলি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি জানান, মহাসড়কটিতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয়রা জানান, কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। আর অবৈধ যানবাহন হিসেবে পরিচিত ট্রলিটি সড়কের মাঝ বরাবর দিয়ে যাচ্ছিল। সেইসঙ্গে দুর্ঘটনার সময় বাসের গতিও বেশ ছিল। যার কারণে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি সড়কের অপর পাশে গাছের ওপর আছড়ে পড়ে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

রাজস্থলী (রাঙামাটি) : রাঙামাটির রাজস্থলী উপজেলায় নির্মাণাধীন সীমান্ত সড়কে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরো তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার জানান, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। নিহত শ্রমিকের নাম শাকিল (২৪)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ব্রিজঘাটা এলাকার মনসফ আলীর ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, গত শনিবার রাতে নির্মাণাধীন সীমান্ত সড়কের সাইজল ক্যাম্প এলাকায় একটি বালির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কয়েকজন শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে আহত শাকিলকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক। গুরুতর আহত মাইনুদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজস্থলী থানা পুলিশ জানায়, তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। তবে পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হযেছে। 

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দিলদার হোসেন (৪০) নামের একজন আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ঘুকসি ব্রিজের উপরে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি পার্শ্ববর্তি বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘড়িয়া নামক এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে দিলদার হোসেন ধামইরহাট বাজারে আসার পথে ঘুকসি ব্রিজের উপরে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি সিমেন্টের ঢেউটিন বোঝাই ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটারসাইকেল চালক গুরত্বর আহত হলে ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

টিএইচ