শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল দশ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল দশ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  রাজশাহীতে তিনজন, টাঙ্গাইলে দুই ব্যবসায়ী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই মোটরসাইকেল আরোহী, কিশোরগঞ্জের কুলিয়ারচরে অটোরিকশা চালক, বেনাপোলে স্কুলছাত্রী ও কক্সবাজারের চকরিয়ায় একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজশাহী : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। বুধবার (০২ আগস্ট) রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাকশৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫) ও বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০)। আহতরা হলেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়বুর রহমান (৪৫), গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান (৮০), বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২), ভটভটি চালক মামুন (৩৫)। মোহনপুর থানার এসআই সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় আমবোঝাই পিকআপ উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (০২ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদী জেলার আরিফুল ইসলাম (২৩) ও অর্থ বর্মণ (১৫)।

পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি পিকআপ সকালে মহাসড়কের জামুর্কী ব্রিজের কাছে অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অর্থ বর্মণ মারা যায়। এ ঘটনায় পিকআপে থাকা আরিফুল ইসলাম নামের অপর ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত এবং ১জন গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার শাহ রাহাত আলীর মাজারের উরস দেখতে এসে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সিএনজির মুখোমুখি হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মারাযান কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর কলেজ পাড়ার জুয়েল মিয়ার ছেলে মিরাজুল ইসলাম (১৮) ও বাঙ্গরা থানার আমিননগর গ্রামের আতশ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (১৮)। এবং আহত অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয় রামচন্দ্রপুর গ্রামের কাজী আজাদ মিয়ার ছেলে ইকরামকে।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাকচাপায় মো. মুরাদ নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার (০২ আগস্ট) কুলিয়ারচরের দ্বাড়িয়াকান্দি বাসসট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের মজিদ মিয়ার ছেলে। আহতরা হলেন, কিশোরগঞ্জ সদরের শ্রাবণ, রবি ও নেত্রকোনা জেলার সাবিত। ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজ্জামেল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মালবাহী ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেনাপোল : বেনাপোল চেকপোস্ট বড় আঁচড়া বাইপাস সড়কে পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনিকা আক্তার শরিফা (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (০২ আগস্ট) স্কুলে যাবার পথে এ ঘটনা ঘটে। নিহত আনিকা বেনাপোলের বড় আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানায়, আনিকা রাস্তা পার হওয়ার সময় ভারতে রপ্তানিমুখী ১০ চাকার একটি দ্রুতগামী ট্রাকের পিছনের ডাবল চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল ভুঁইয়া বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ার অভ্যন্তরীণ সড়কে ডাম্পার ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার আবুল হাশেম (৫২) নামে ১ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। বুধবার (০২ আগস্ট) চিরিঙ্গা-মানিকপুর সড়কের নাকাটা ঝিরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম মানিকপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের গুরা মিয়ার ছেলে। আহতদের মধ্যে অমল বড়ুয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বিষয়টি জানিয়েছেন। চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ঘাতক ডাম্পার জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ