বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্কুলছাত্রীসহ দুজন, কক্সবাজারের উখিয়ায় এলজিইডি সার্ভেয়ার, ময়মনসিংহের নান্দাইলে একজন ও মানিকগঞ্জের সিংগাইরে একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) : শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ায় দূরপাল্লার বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সিএনজি চালক ও অপরজন স্কুলছাত্রী। এসময় আরও ৪ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কের পাথারিয়া বাজার সংলগ্ন পাথারিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 

ঘটনায় নিহত সিএনজি চালক শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা নূর জালাল ওরফে আবু মিয়ার ছেলে এমরান মিয়া (৩৫) ও স্কুলছাত্রী দিরাই থানাধীন শরীফপুর গ্রামের শায়খুল ইসলাম সজিবের মেয়ে তাওহিদা বেগম (১৩)। তাওহিদা স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন- শরীফপুর গ্রামের বাসিন্দা হিরণ মিয়ার মেয়ে ফাতেমা বেগম (১২), মাসুক মিয়ার মেয়ে সুনারা বেগম (১২), মৃত মাসুদ উল্লার ছেলে তালেব আলী (৬০ ও মৃত কটাই মিয়ার ছেলে মক্তছর আলী (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে দিরাইগামী সাকিন পরিবহনের একটি দূরপাল্লার বাস ও দিরাই থেকে পাগলা বাজারগামী একটি সিএনজি পাথারিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সামনে এলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে আছে। 

কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এলজিইডির উখিয়া প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার জহুরুল হক (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালকসহ ৫ জন আহত হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) উখিয়া-টেকনাফ মহাসড়কের রাজাপালং হিজলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে দ্রুতগামী যাত্রীবাহী সমুদ্রতরী পরিবহনের একটি বাস বিপরীত থেকে যাওয়া সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ওই অটোরিক্সা। ধাক্কায় সিএনজি অটোরিক্সার চালকসহ ৫ জন যাত্রীই আহত হয়। পরে তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহুরুল হককে মৃত ঘোষণা করেন। উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল উপজেলার কানারামপুর-ত্রিশাল সড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের বিপরীতমুখী সংঘর্ষ ঘটে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় কুকি আক্তার সুমি (১৮) নামে এক কলেজছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে এবং ইজিবাইক চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। জানাগেছে, নিহত কুকি আক্তার চরভেলামারী গ্রামের খোকন মিয়ার কন্যা ও পার্শ্ববর্তী উপজেলার গফরগাঁও কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্রী। কিন্তু দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহযোগীরা বাস ফেলে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার খবরটি তাৎক্ষনিক চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার ক্ষুব্ধ জনতা শালবন নামের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনায় আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করার পর আগুন নিভাতে সক্ষম হয়েছে। নান্দাইল মডেল থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, বাস চালককে আটকের চেষ্টা চলছে।
 
সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে শহিদুল ইসলাম (২৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতাকল বৃহস্পতিবার উপজেলার বায়রা ইউনিয়নের খোলাপাড়া এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম মানিকগঞ্জ সদর থানার বাড়াই ভিকুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে একটি মাইক্রোবাস মানিকগঞ্জ যাচ্ছিল। উপজেলার বায়রা ইউনিয়নের খোলাপাড়া নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ছিটকে খাদে পরে যায়। এতে তার মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

টিএইচ