সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিঘলিয়ায় একজন, নরায়নগঞ্জের ফতুল্লায় এক শিশু, দিনাজপুরের বিরামপুরে স্কুল শিক্ষার্থী, যশোরে এনজিও কর্মকর্তা ও খাগড়াছড়িতে একজন মারা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

দিঘলিয়া (খুলনা) : দিঘলিয়া উপজেলার লাখোয়াটি কামারগাতী সড়কে ভ্যান গাড়ির সংঘর্ষে জিয়া গাজী (৪০ ) নামে এক ভ্যানচালক সোমবার (১৬ অক্টোবর) মারা গেছে। অপর ভ্যানগাড়ি চালকে আটক করা হয়েছে। পুলিশ ও নিহত ভ্যানচালকের পরিবার সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার লাখোহাটি গাজী পাড়ার মৃত. আজিজ গাজীর পুত্র মো. জিয়া গাজী (৪০) নিজের  ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে সোমবার (১৬ অক্টোবর) লাখোহাটি-কামারগাতি সড়কের আনসার শিকদারের বাড়ির সামনে এলে আরেকটি ব্যটারি চালিত ভ্যান গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক জিয়া গাজী ছিটকে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আহত হন। 

এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে আহত ভ্যানচালক জিয়াকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার জানান, নিহতের পরিবারের পক্ষে মামলা না করায় মানবিক কারণে অপর ভ্যানচালককে ছেড়ে দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ: ফতুল্লার ভোলাইলে অটোরিক্সার চাপায় তমা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তমা ফতুল্লা থানার ভোলাইল গেদ্দার বাজার এলাকার তসলিম মিয়ার মেয়ে। সোমবার (১৬ অক্টোবর) ফতুল্লার পঞ্চবটী-মুক্তারপুর সড়কের ভোলাইল গেউদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অটোরিক্সা চালক শান্তকে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়।এদিকে অটোরিকশা চালক শান্তকে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখান থেকে সে পালিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অটো চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুরে এসএসসির নির্বাচনী পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাফিন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বটতলী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভিউডুবা গ্রামের শাহিনুর ইসলামের ছেলে। সে বিজুল মডেল হাইস্কুলের ছাত্র ছিল।

নিহতের মামা আমিনুর বলেন, সাফিন বেশকিছু দিন থেকে দিওড় এলাকার তার নানা এন্তাজুলের ইসলামের বাড়ি থেকে পড়াশোনা করতো। সকালে মোটরসাইকেল নিয়ে বিজুল মডেল স্কুলে নির্বাচনি পরীক্ষা দিতে যায় সাফিন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন, সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে আছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে ট্রাকচাপায় গোপাল চন্দ্র ভক্ত (৪২) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার নওয়াপাড়া মহাশ্মশানের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোপাল চন্দ্র ভক্ত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বানিয়ারগাতি গ্রামের মৃত নিমাই চন্দ্র ভক্তের ছেলে। তিনি ‘আশা’ এনজিওতে অভয়নগরের চেঙ্গুটিয়া বাজার শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

আশা এনজিওর রিজিওনাল ম্যানেজার প্রশান্ত কুমার জানান, প্রতিদিনের মতো অফিসের কাজ শেষে মোটরসাইকেলযোগে গোপাল চন্দ্র তার ভাড়া বাসায় (নওয়াপাড়া পালপাড়া এলাকা) ফিরছিলেন। পথে নওয়াপাড়া মহাশ্মশানের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলসহ মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক আটকে পুলিশি অভিযান চলছে।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মো. মাসুদ রানা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গত রোববার রাতে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা গাজীপুরের তোহালতপুর এলাকার আলফাস সরকারের ছেলে। তিনি পেশায় ঠিকাদার বলে জানা গেছে।

পুলিশ ও আহত যাত্রীরা জানান, সন্ধ্যা ৭টার সময় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টর পর পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মাসুদ রানা নামে একজন নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টিএইচ