শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল বাবা-ছেলেসহ নয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল বাবা-ছেলেসহ নয় প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিনজন, রংপুরের পীরগঞ্জে বাবা-ছেলে, রাজবাড়ীতে দুইজন, দিনাজপুর বীরগঞ্জের এক মোটরসাইকেল চালক ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক বৃদ্ধের মৃত্যু ও ৬২ জন আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—  

সাদুল্লাপুর (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জের বালুয়া বাজারে শ্যামলী পরিবহন ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। তাদের সকলের বাড়ি সাদুল্লাপুরের ধাপেরহাট ও ইদিলপুর ইউনিয়নে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। গত শুক্রবার রাতে গোবিন্দগঞ্জের বালুয়া হাটে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী শ্যামলী পরিবহন ও রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রী বহনকারী ট্রাক বালুয়া বাজারে  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ক্যাবিনে থাকা এক যাত্রী ঘটনাস্থলে ও বাকি দুজন হাসপাতালে মারা যায়। 

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস, থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও সেখানে থেকে গুরুতর আহতদের কর্তব্যরত চিকিৎসক বগুড়া ও রংপুর  হাসপাতালে রেফার্ট করে। নিহতরা হলেন, সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের মিস্টারের মেয়ে ঝড়না আক্তার ও তার জামাতা নাজমুল ইসলাম ও অপরজন ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের মৃত জব্বার আলী পুত্র জহুরুল ইসলাম (৩৫)। নিহত ও হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন  প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসীরা। হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (৮ জুলাই) উপজেলার ১৩নং রামনাথপুর ইউনিয়নস্থ রংপুর-ঢাকা মহাসড়কের বোডের ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের মাও. আজিজুল ইসলামের পুত্র আলামিন মিয়া (৪৫) এবং তার ছেলে মাইন (০৪)। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। 

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এনা পরিবহন ও যাত্রীবাহী লালমনিরহাটগামী অনিন্দ্য পরিবহন বর্ণিত ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পূর্ব পাশে বাসে থাকা যাত্রীসহ খাদে পড়ে যায়। এ সময় বাবা-ছেলে নিহত হয়। এ ব্যাপারে বড়দরগাহ হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি। 

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীতে বালুবাহি ড্রামট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে বিজয় মোল্লা (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত শুক্রবার সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দায় এলাকায় এঘটনা ঘটে। নিহত বিজয় মোল্লা রাজবাড়ী পৌরসভার নিউ কোলনী এলাকার রহমান মোল্লার ছেলে।
অন্যদিকে জেলার পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মামুন বিশ্বাস (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে হাবাসপুর-বাহাদুপুর ইউনিয়নের সিমান্তবর্তি বকশিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন গত শুক্রবার রাতে তার এক বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়। পরে বকশিপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু মামুন ও ওই কিশোরীকে (বান্ধবী) পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন পাংশা পৌরসভাধীন মৈত্রডাঙ্গী এলাকার রমজান বিশ্বাস এর ছেলে। এ বিষয়ে পাংশা মডেল থানার সাব-ইনেস্পেক্টর কামাল হোসেন বলেন, নিহতের মরদেহ সুরতহাল শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বীরগঞ্জ (প্রতিনিধি) : মোটরসাইকেলের সাথে ছাগলের ধাক্কায় দিনাজপুরের বীরগঞ্জে দুর্ঘটনায় ক্ষীরত শর্মা (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহীর  মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. জজ মিয়া (৪৫)নামে অপর আরোহী গুরুত্বর আহত হয়েছেন। নিহত ক্ষীরত শর্মা উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া গ্রামের বিজয় দেব শর্মার ছেলে এবং মো. জজ মিয়া একই গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। শনিবার (৮ জুলাই) বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানায় সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বীরগঞ্জ উপজেলা সদরে রওনা দেন ক্ষীরত শর্মা ও মো. জজ মিয়া। পথে বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড়ে এলাকায় ছাগলের সাথে সংঘর্ষে গুরুত্বর আহত হন দুজনে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ক্ষীরত শর্মা মারা যায়। বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জে) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) উপজেলার নতুন বাজার (ঘোনাপাড়া-পাটগাতী) সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসচাপায় নিহত আসাদ শরীফ (৭০) উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের বাসিন্দা।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন নামের একটি বাস রাস্তা পারাপারের সময় নিহত আসাদ শরীফকে ধাক্কা মেরে চলে যায়। তখন রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচ