মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল সাত প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল সাত প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টাঙ্গাইলের কালিহাতিতে দুইজন, নেত্রকোনার বারহাট্টায় দুইজন, রংপুর কাউনিয়ায় এক বৃদ্ধ, বগুড়ার ধুনটে এক কৃষক ও কক্সবাজারের চকরিয়ায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক চাপায় সিএনজির  দুই যাত্রী  নিহত ও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) কালিহাতি উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাইফুল ইসলাম (৩২)। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসীর খানুর বাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিহাতী  উপজেলার  এলেঙ্গা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি সিএনজি নগরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজির ৫ যাত্রী আহত হয়। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বারহাট্টা (নেত্রকোনা): নেত্রকোনার বারহাট্টায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইটের নিচে চাপা পরে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) নেত্রকোনা-কলমাকান্দা সড়কের  নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের ছেলে হূদয় মিয়া (১২) এবং রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১১ জুলাই) ইট বোঝাই একটি ট্রাক নেত্রকোনা থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল। বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুইজন ইটের নিচে চাপা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাউনিয়া (রংপুর) : কাউনিয়ার সুফিয়া ফিলিং স্টেশনের কাছে কাঁঠবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় পথচারী আজিজুল ইসলাম (৭০) মারা গেছেন। মঙ্গলবার (১১ জুলাই) এ দুর্ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে  উপজেলার সুপিয়া ফিলিং স্টেশনের কাছে কাঁঠবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আজিজুল ইসলামকে (৬০) ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আজিজুল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের মৃত্যু লুৎফর রহমানের পুত্র। ওসি মোন্তাছের বিল্লাহ মৃত্যুর বিষয় জানিয়েছেন।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় নুর ইসলাম দুদু (৮৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত সোমবার উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর বাজার এলাকার গেদা বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই গ্রামের সিজাব উদ্দিনের ছেলে। ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা উল্টে এক এনজিও কর্মকর্তা মারা গেছেন। মঙ্গলবার (১১ জুলাই) চকরিয়া বদরখালী সড়কের চৌঁয়ারফাঁড়ি স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রহমান (৪৭) পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার পিতা মৃত কালা মিয়ার ছেলে। নিহতের চাচাতো ভাই রাজাখালী ইউপির সদস্য হোসাইন শহীদ সাইফুল্লাহ বলেন, সকালে বাড়ি থেকে চকরিয়া ডুলা হাজরা কর্মস্থলে যাচ্ছিলেন গোলাম রহমান। 

চৌঁয়ারফাঁড়ি স্টেশনে পৌঁছলে সিএনজি অটোরিকশা উল্টে গিয়ে গুরুতর আহত হন। তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। তিনি বলেন, গোলাম রহমান এনজিও সংস্থা কোস্টে চাকরি করেন। গত সোমবার তিনি চাচার জানাজায় এসেছিলেন।

টিএইচ