সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল স্বামী-স্ত্রীসহ ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল স্বামী-স্ত্রীসহ ছয় প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডতে স্বামী-স্ত্রী, চাঁদপুরের ফরিদগঞ্জ দুই যুবক, চাঁপাইনবাবগঞ্জে একজন ও জামালপুরের দেওয়ানগঞ্জে একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডতে পৃথক দুর্ঘটনায় ৩০ মিনিটের ব্যবধানে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় হরিণাকুণ্ড উপজেলার কাপাশহাটীয়া ইউনিয়নের রায়পাড়া ভাতুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত টেঙ্গর মণ্ডলের ছেলে সামসুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি পানিতে ডুবে হাবুডুবু খেতে থাকে এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের উদ্দেশ্যে পাঠায়। 

আহত স্বামীর ভ্যানে স্ত্রী রেহানা বেগমকে (৫০) পাঠানো হয়। এসময় রোগী বহন করা ভ্যান জোহান ড্রিম ভ্যালি পার্কের নিকট পৌঁছালে আহত স্বামীর পায়ের আঘাতে স্ত্রী রেহানা বেগম রাস্তার উপরে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং কানদিয়ে রক্তপাত হতে থাকে। পরে স্বামীর সাথে তাকেও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে স্ত্রীকে মৃত্যু ঘোষণা করেন। 

এর কিছুক্ষণ পরে আহত স্বামীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করার ব্যবস্থা করছিলেন সে সময় অতিরিক্ত খিচুনিতে স্বামী সামছুল ইসলাম মৃত্যুবরণ করেন। সামছুল মৃগীরোগে আক্রান্ত এবং পেশায় কৃষিজীবী ছিলেন বলে জানা গেছে। এই ঘটনার সত্যতা স্বীকার করে হরিণাকুণ্ড থানার ওসি আবু আজিফ জানান, বিষয়টি অত্যন্ত মর্মাহত ও বেদনাদায়ক। আমরা খবর নিয়েছি লাশ দাফনের জন্য হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। 

ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (২৫) ও সোহাগ (২২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবদুর রহমান কামতা এলাকার পনিশাইর গ্রামের মো. আবু তাহের মিয়ার ছেলে এবং সোহাগ একই গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে। আবদুর রহমান পেশায় একজন পল্ট্রি ব্যবসায়ী। আর সোহাগ পেশায় কাঠমিস্ত্রি।

জানাযায়, আব্দুর রহমান বিএসসি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সে পড়াশুনার পাশাপাশি এলাকায় পল্ট্রি ব্যবসা করতো। গত শুক্রবার সন্ধায় তার কর্মচারী সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া গ্রামের সোহাগকে নিয়ে বকেয়া টাকা সংগ্রহ করতে গল্লাক এলাকায় যায়। পরে ফিরে আসার সময় সুবিদপুর চৌধুরী বাড়ির সামনে ব্রিজের গোড়ায় আসলে অপর দিক থেকে আসা অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের আকন্দবাড়ীয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শিবগঞ্জগামী বালুবাহী একটি ট্রাক্টর অজ্ঞতনামা এক বাইসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে  সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। তার বুকের পাজোর হতে মাথা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি। ট্রাক ও ড্রাইভার আটক আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে সাজ্জাদ হোসেন জানান।

দেওয়ানগঞ্জ (জামালপুর) : দেওয়ানগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবুল খন্দকার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার কামারপাড়া মোড় সংলগ্ন দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল খন্দকারের বাড়ি উপজেলার কামিল স্নাতকোত্তর মাদরাসা রোডের বাজারীপাড়া এলাকায়।

জানা যায়, বাবুল খন্দকার গত শুক্রবার মাইছানিরচর তার মেয়ের বাড়িতে যান। রাতের খাবার খেয়ে হেঁটে বাড়িতে ফেরার পথে পৌর এলাকার কামারপাড়া মোড় সংলগ্ন দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে এলে একটি দ্রুতগামী মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

টিএইচ