শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

বুড়িচংয়ে শাকসবজি ও মাছের বাজারে আগুন সাধারণ মানুষ দিশাহারা 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে শাকসবজি ও মাছের বাজারে আগুন সাধারণ মানুষ দিশাহারা 

টানা বর্ষণে সবরকম শাকসবজির দাম গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ  বৃদ্ধি পেয়েছে। বেড়েছে মাছের দামও। সবচেয়ে বেশি বেড়েছে বেগুন ও কাঁচামরিচের দাম। বুড়িচং উপজেলার ভরাসার বাজার ঘুরে দেখা গেছে সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে। 

সবজি বিক্রেতা মো. সামসু মিয়া বলেন, টানা বর্ষণের কারণে মৌসুমি ফসলগুলো নষ্ট হয়ে গেছে। ফলে সরবরাহ কম, তাই প্রতিটি শাকসবজির মূল্য বৃদ্ধি পেয়েছে।

আরেক দোকানি সবুজ জানান, বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০-৮০ টাকায়, যা গত কদিন আগে ছিল ৫০-৬০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে কেজি ১১০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৮০-৯০, আলু বিক্রি হচ্ছে কেজি ৪৫, পটোল কেজি ৬০, তিতকরলা কেজি ৮০, ঝিঙ্গা কেজি ৬০, ঢেঁড়স কেজি ৬০-৭০, শসা কেজি ৫০, বরবটি কেজি ৬০, কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায়।

এদিকে দাম বেড়েছে সব রকমের মাছের।   বিভিন্ন ধরনের মাছে প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান ক্রেতা ও বিক্রেতা।

মাছ বিক্রেতা মো. আব্দুল হালিম বলেন, ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০০ টাকা, লাল কোরাল প্রতি কেজি ৪০০ থেকে ৫০০, রূপচাঁদা মাছ (বড়) প্রতি কেজি ৯০০ ও ছোটগুলো প্রতি কেজি ৮০০, বাগদা চিংড়ি কেজি ৮০০-১০০০, লইট্ট্যা ২০০, কাতল  ৩০০ থেকে ৩৫০, রুই বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা প্রতি কেজি।

এদিকে গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১০০০, দেশি মুরগির মাংস প্রতি কেজি ৫০০ এবং ব্রয়লার মুরগির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০-১৭৫ টাকা দামে।

টিএইচ