সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মধ্যনগরে তিন চোরাকারবারি আটক

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগরে তিন চোরাকারবারি আটক

সুনামগঞ্জের মধ্যনগরে তিন চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১৩ আগস্ট) এসআই মো. মশিউর রহমান, এএসআই মো. আব্দুল আজীম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তিন চোরাকারবারি আটক হয়।

আটক আসামিরা উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মিরাজ আলীরপুত্র মো. নুর আলী (৩৫), মৃত আব্দুল মালেকের পুত্র মহসীন আলী (৩৫) ও চান্দালীপাড়ার মৃত আব্দুল বারেকের পুত্র মো. আলী হোসেন (৪৩)। 

যার মধ্যনগর থানার মামলা নং-০১। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি জানান মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক।

টিএইচ