সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মুন্সীগঞ্জে  তিন ফসলি জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে  তিন ফসলি জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন 

তিন ফসলি জমি অধিগ্রহণ থেকে রক্ষার দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন কৃষকরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জেলার সিরাজদিখান উপজেলার ঢাকা-দোহার সড়কের খারসুর বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  

এতে বিগত হাসিনা সরকার কর্তৃক মুদ্রণশিল্প পার্কের নামে খরসুর মৌজার মালিকানাধীন তিন ফসলি একশ একর কৃষিজমি অধিগ্রহণ বন্ধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।

এতে প্রায় ১০ গ্রামের ৫ শতাধিক কৃষক ছাড়াও সর্বস্তরের সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।  

মানববন্ধনে কৃষকরা দ্রুত সময়ের মধ্যে কৃষিজমি অধিগ্রহণ বন্ধের দাবি জানিয়ে বলেন, বিগত স্বৈরশাসক শেখ হাসিনা তার দলীয় ও প্রশাসনিক ক্যাডারদের দিয়ে জোর করে মুদ্রণশিল্প পার্কের নামে আমাদের ৩ ফসলি জমি অধিগ্রহণ করার নীল নকশা তৈরি করেছে। 

ইতোমধ্যে ১০০ একর জমি অধিগ্রহণ বিষয় কৃষকদের দুটি চিঠি প্রেরণ করেছে। তবে অধিগ্রহণ বন্ধের দাবি জানিয়ে এর আগেও একাধিকবার নিষেধ করলেও তারা কোন কর্ণপাত করেনি। 

শিল্প কল কারখানার নামে জমি অধিগ্রহণ প্রতিরোধ বিষয়ক আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মাসুদ রানা বিপ্লব বলেন, হুঁশিয়ারী দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জমি অধিগ্রহণ বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

টিএইচ